Header Ads

Header ADS

তাজমহল প্রেমীদের মহাদুঃসংবাদ দিলো ভারত

তাজমহলে পর্যটকদের জন্য এবার নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে ভারত। আসন্ন এপ্রিল মাসের এক তারিখ থেকে নির্ধারিত তিন ঘণ্টার বেশি কেউ থাকতে পারবেন না সেখানে।
আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-র সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবনবিক্রম সিং জানিয়েছেন, প্রবেশের টিকিটেই সময় উল্লেখ করা থাকবে। সে সময়ের মধ্যেই তাজমহল চত্বর ঘুরে আসতে হবে পর্যটকদের।
এ ছাড়া অনলাইনে কাটা টিকেটেও সময় উল্লেখ করে নিতে হবে প্রবেশের সময়।
তবে একেবারেই যে কেউ তিন ঘণ্টার চেয়ে বেশি সময় থাকতে পারবে না তা নয়। কেউ যদি এর অতিরিক্ত সময় থাকতে চায় তাহলে গুনতে হবে বাড়তি টাকা।
তাজমহল পরিদর্শনের জন্য ভারতীয় নাগরিকদের জন্য ৪০ রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য ১০০০ রুপির টিকেট কাটতে হয়। তবে মূল সমাধিতে যেতে বাড়তি কোন অর্থ লাগবে না বলে ভুবনবিক্রম জানান। এর জন্য বাড়তি ২০০ রুপি অতিরিক্ত দিতে হবে বলে যে সংবাদ বের হয় তা নাকোচ করে দেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.