Header Ads

Header ADS

জেনে নিন বাংলাদেশের সম্পর্কে কিছু অজানা তথ্য

#মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৪২ তম
#বিশ্বে পর্যটক সমাগমের সখ্যায় বাংলাদেশের অবস্থান ৪৫তম
#তৈরি পোষাক শিল্পে বিশ্বে ২য়
#বাংলাদেশের গড় আয়ু বর্তমানে ৭০ বছর, যা ভারত পাকিস্তানের চেয়ে বেশি
#বাংলাদেশের মিশা সওদাগর বিশ্বের একমাত্র অভিনেতা যিনি একটিমাত্র ভাষায় সর্বাধিক সংখ্যক (৮০০ এর অধিক) চলচ্চিত্রে অভিনয় করেছেন
#বাংলাদেশের গীতিকার গাজি মাযহারুল আনোয়ার পৃথিবীর ইতিহাসে সর্বাধিক সংখ্যক গান লিখেছেন, প্রায় ২১,০০০। এই তথ্য বিবিসি এশিয়ার প্রখ্যাত গীতিকারদের ওপর জরিপ চালিয়ে প্রকাশ করেন।।।
----------------------------------------------
১. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের
সভাপতি কে?
উঃ প্রধানমন্ত্রী
২. 'মধুবালা' কোন জাতের ফসল?
উঃ হলদে জাতের তরমুজ
৩. ভারতের নিবন্ধিত রাজনৈতিক দল
কতটি?
উঃ ১৬৮৭ টি
৪. বিশ্বের কোন দেশে প্রথম মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা হয়?
উঃ চীনে
৫. 'যাপিত জীবন' উপন্যাসের
রচয়িতা কে?
উঃ সেলিনা হোসেন
৬. বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম
কি?
উঃ মনসা বিজয়
৭. চর্যাপদের সবচেয়ে বেশি পদ
রচনা করেন কে?
উঃ কাহ্নপা
৮. বিশ্ব শিক্ষক দিবস কবে?
উঃ ৫ অক্টোবর
৯. ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ
কতটি শহরে অনুষ্ঠিত হয়?
উঃ ১২টি
১০. বর্তমানে বিশ্বের
কতটি দেশে সরকারি ভাষা ফরাসি?
উঃ ৩২টি
১১. বাংলাদেশসহ বিশ্বের
কতটি দেশে গুগলের কার্যালয় রয়েছে?
উঃ ৪৯টি
১২. দ্বীপের মহাদেশ বলা হয় কোন
দেশকে?
উঃ অস্ট্রেলিয়াকে
১৩. বিশ্বের দ্বিতীয় স্বীকৃত
ভাষা কোনটি?
উঃ স্প্যানিশ
১৪. ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উঃ রাজেন্দ্র প্রসাদ
১৫. পৃথিবীতে মহাসাগর কয়টি?
উঃ ৫টি
দক্ষিণ এশিয়ার মধ্যে দাবায় প্রথম "গ্রান্ড মাস্টার"
খেতাব অর্জন করেন - নিয়াজ মোর্শেদ ।
*** দেশে গণশিক্ষা কার্যক্রম চালু হয় – 1987 সালে ।
*** বর্তমানে বিসিএস ক্যাডার – 28 টি ।
*** ইউরোপীয় ইউনিয়নের সদস্য – 28 টি ।
*** জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস - 28 ফেব্রুয়ারি ।
*** উপমহাদেশের
রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর - 1912
সালে ।
*** বঙ্গভঙ্গ কার্যকর হয় – 1912 সালে।
*** মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে - 1957 সালে ।
*** গ্রামীন ব্যাংক প্রকল্পের যাত্রা শুরু হয় - 1976
সালে ।
*** জাতীয় পরিবার পরিকল্পনা নীতি - 1976 সালের ।
*** মহিলা পুলিশ নিয়োগ – 1976 সালে ।
*** এস.এস.সি তে গ্রেডিং চালু হয় – 2001 সালে ।

No comments

Powered by Blogger.