Header Ads

Header ADS

আসছে রাফালে, সেজে উঠছে হাসিমারা ও অম্বালার বায়ুসেনা ঘাঁটি

পরিকাঠামোর খোলনলচে পাল্টে সেজে উঠছে হাসিমারা ও অম্বালার বায়ুসেনা ঘাঁটি। জোরকদমে চলছে প্রস্তুতির কাজ।কারণ, আসছে রাফালে।
ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখে দেশের দুপ্রান্তের দুই সীমান্ত চিন ও পাকিস্তান লাগোয়া বায়ুসেনা ঘাঁটিতে অত্যাধুনিক মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট রাফালে-কে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
পশ্চিমবঙ্গের হাসিমারা ঘাঁটি যেমন চিন সীমান্ত সামলাচ্ছে, তেমনই অম্বালা থেকে পাক সীমান্তের ওপর নজর রাখা হচ্ছে। এই দুই ঘাঁটি রণকৌশলের দিক দিয়ে বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেখানেই নতুন রাফালে মোতায়েন করে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে চাইছে ভারত।
ফ্রান্সের কাছ থেকে প্রথম ধাপে 36 টি রাফালে যুদ্ধবিমান কিনছে ভারত। হাসিমারা ও অম্বালায় 18 টি করে যুদ্ধবিমান মজুত রাখা হবে। পরমাণু অস্ত্রবহণে সক্ষম রাফালগুলি আসবে 2019 সালের সেপ্টেম্বর মাস থেকে। তার আগে, অত্যাধুনিক বিমানের প্রশিক্ষণ ও রক্ষণাবক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন জোরকদমে চলছে হাসিমারা ও অম্বালায়।
জানা গিয়েছে, এই দুই বায়ুসেনা ঘাঁটির আধুনিকীকরণের জন্য 220 কোটি টাকা বরাদ্দ করেছে প্রতিরক্ষামন্ত্রক। বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রত্যেক ঘাঁটিতে 14 টি করে হ্যাঙ্গার, শেল্টার ও রক্ষণাবেক্ষণের বিশেষ জায়গা তৈরি করা হচ্ছে।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, রাফালে চালানোর জন্য ইতিমধ্যেই কয়েকজনকে বাছাই করেছে বায়ুসেনা। বর্তমানে ফ্রান্সে তাঁদের প্রশিক্ষণ চলছে।

No comments

Powered by Blogger.